সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথের খাজাঞ্চিতে ইসলামী যুব কল্যাণ সংস্থা,গমরা গোলের উদ্দ্যোগে ১১ তম তাফসীরুল কোরআন মাহফিল আগামী ৮ ই মার্চ সোমবারে অনুষ্ঠিত হবে।
স্থানীয় ঈদগাহ ময়দানে দুপুর ১২ ঘটিকা থেকে শুরু হয় মধ্য রাত পর্যন্ত চলবে এ মাহফিল। উক্ত তাফসীর মাহফিলে সভাপতিত্ব করবেন যথাক্রমে, জামেয়া ইসলামিয়া আব্বাসীয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ মুহসিন আহমদ সাহেব ও একি মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আরজুমন্দ আলী সাহেব।
উক্ত মহতি মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন। এতে সকল ধর্মপ্রাণ জনসাধারনকে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের অশেষ ছোয়াব হাসিল করার জন্য অনুরোধ করা হলো।