বিশ্বনাথ থেকে বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের বিলপার, দ্বিপবন্ধ, গোবিন্দনগর গ্রামের সংযোগ সড়ক (পুষনী গুচ্ছ গ্রামের পার্শস্থ) খাজাঞ্চী নদী গর্ভে তলিয়ে যাচ্ছে।
আজ ২৪ অক্টোবর সরজমিনে গিয়ে দেখা গেছে রামপাশা-রাজাগঞ্জ বাজার সংযোগ পাকা রাস্তার পুষনী গুচ্ছগ্রাম হয়ে বিলপার, গোবিন্দনগর, দ্বিপবন্ধ গ্রামের দক্ষিণমুখি আশুগঞ্জ বাজার সংযোগ সড়কের স্থানীয় শায়েস্তা মিয়ার বাড়ির সম্মুখে(খাজাঞ্চী নদীর বাকে) বিরাট ফাটল ধরে রাস্তার একটি বড় অংশ নদীগর্ভে তলিয়ে গেছে। রাস্তার বাকী অংশ ও বাড়ির ভূমি যে কোন সময় ধসে যাওয়ার ঝুকিতে রয়েছে।মারাত্মক ভাঁঙ্গন ঘটার আশংঙ্কা বিরাজ করছে।স্থানীয় পথচারী ও বাসিন্ধারা সংশয়ে ভোগছেন।বন্ধ রয়েছে সবধরণের যানবাহন চলাচল। উৎসুক পথচারী ভাঙ্গন দেখার জন্য ভিড় করছেন।
নদীগর্ভে তলিয়ে যাওয়া স্থানে জরুরী মেরামত ও রক্ষাণাবেক্ষণের উদ্যোগ গ্রহনে জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ।