সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ কোভিড ১৯ সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে সারা দেশের ন্যায় সরকার ঘোষিত বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের খেটে খাওয়া নিম্ন আয়ের গরীব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের ২৭৫ টি অসহায় পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে এই অর্থ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রণোদনা সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, ০২ নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, ০১ ওয়ার্ডের সদস্য সফিক আলী, ০৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ বখতিয়ার আহমদ, ০২নং ওয়ার্ডের মেম্বার মিছিরুল ইসলাম, ০৪নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, মেম্বার আমির উদ্দিন, মেম্বার বাবুল আহমদ বাবু, মেম্বার হাবিবুল ইসলাম, মেম্বার মোহাম্মদ ফজলু মিয়া, মেম্বার আব্দুল মতিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক আতাউর রহমান কালু, ও সংরক্ষিত নারী সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।