বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের রেলওয়ে ষ্টেশন মসজিদ বাজারে প্রবাসী সেলিম আহমেদ এর অর্থায়নে সিসি টিভি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রেলওয়ে ষ্টেশন মসজিদ বাজারে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতা সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানশীল ব্যাক্তিত্ব প্রবাসী সেলিম আহমেদ ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে আনুষ্ঠানিক ভাবে সিসি টিভির কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
খাজাঞ্চি ইউনিয়নের মোট ৮টি স্থানীয় বাজারের মধ্যে এই প্রথম ষ্টেশন মসজিদ বাজার সিসি টিভির আওতাভুক্ত হল। সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ শাখার বাস্তবায়নে সিসি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসি টিভি দাতা প্রবাসী সেলিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে ষ্টেশন মসজিদ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল লেইছ, সাধারণ সম্পাদক ইরন মিয়া, বাজার মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান, পাহাড় পুর জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল হক, ব্যবসায়ী আপতাব আলী, মুরব্বি ফান আলী, রিয়াজ উদ্দিন, সমাজ সেবক আপতাব আলী, মসজিদ মোতাওয়াল্লী নজির উদ্দিন, ব্যবসায়ী রইছ উদ্দিন, খোয়াজ উদ্দিন, ছিকন আলী, ফজলু মিয়া, সাকিব ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া, সমুজ আহমদ সায়মন, ট্রাস্টি আল- মামুন, কবি লাহিন নাহিয়ান, আবুল বশর, সালমান আহমদ প্রমুখ।
এসময় মোনাজাত পরিচালনা করেন, বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান।