সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ আলোকিত খাজাঞ্চি গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন জামাল রেজা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইতিহাস ও ঐতিহ্যে আলোকিত, অসংখ্য ওলী আউলিয়া, গুণীজনদের পদভারে ধন্য জনপদ ঐতিহ্যবাহী খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্মতি জানিয়েছেন খাজাঞ্চি ইউনিয়নের হোসেন পুর নিবাসী মরহুম মোহাম্মদ আব্দুর রহীমের ছেলে আলোকিত খাজাঞ্চি ডটকম এর প্রতিষ্ঠাতা, আব্দুর রহীম – লায়লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকা প্রাণ পুরুষ যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জামাল উদ্দিন রেজা। তিনি মুঠোফোনে যোগাযোগ করে তার প্রার্থী হওয়ার ঘোষনার কথা ব্যাক্ত করেন।
একান্ত আলাপচারিতায় তিনি বলেন; প্রবাসে স্থায়ীভাবে উন্নত জীবন যাপন করার স্বত্বেও দেশ ও জন্মভূমির টানে নিজের জন্মস্থানকে ভালোবেসে ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রবাস জীবনের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নকে একটি উন্নত স্থানীয় সরকার অবকাঠামোর আওতায় নিয়ে আসতে ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার প্রবল আগ্রহ নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনির ধারণা,ইউনিয়নবাসী আমাকে যোগ্য এবং আমার দ্বারা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে মনে করে ইউনিয়নের একজন সেবক হিসেবে আমাকে নির্বাচিত করবে বলে আশাবাদী।