বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের চা স্টল ব্যবসায়ী শায়েস্তা মিয়া করোনা আক্রান্ত হয়ে আজ মৃত্যুবরণ করেছেন।
উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বীপবন্ধ ( বিলপার) গ্রামের হারিছ আলীর পুত্র শায়েস্তা মিয়া করোনা আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়।
তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ ১৯ আগস্ট ২০২১ ইং বিকেল সাড়ে ৫ঘটিকায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। মরহুমের জানাজা আজ রাত ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।