মিজানুর রহমান মিজান: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি আধ্যাত্মিক রাজধানী উপাধীধারী সিলেটের অন্যতম একটি উপজেলা বিম্বনাথ।প্রবাসী অধ্যুষিত জনপদ হলে ও বিশ্বনাথে এমন অগণিত সংখ্যক কীর্তিমানদের জন্ম হয়েছে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বনাথবাসীকে করেছেন আলোকিত ও গৌরবান্বিত, প্রশংসার দাবীদার।এ ধরণেরই একজন হচেছন বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের আকিল পুর নামক এক নিভৃত পল্লীর প্রখ্যাত জমিদার শৈলেন্দ্র কুমার চৌধুরীর সন্তান দন্ত চিকিৎসক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ড. অরুপ রতন চৌধুরী।
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিল পুর গ্রামের অধিবাসী প্রখ্যাত জমিদার শৈলেন্দ্র কুমার চৌধুরী ও ড. মঞ্জুশ্রী চৌধুরী এক রত্নগর্ভা দম্পতির কনিষ্ঠ সন্তান ড. অরুপ রতন চৌধুরী ঢাকার অন্যতম সুপরিচিত চিকিৎসা কেন্দ্র বারডেম হাসপাতালে দন্ত বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।মা ড. মঞ্জুশ্রী চৌধুরী সরকারী চাকুরীজীবি হবার সুবাদে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্তানহেতু গ্রাম ছেড়ে শহুরে জীবন গ্রহণ করেন।ড. অরুপ রতন চৌধুরী ১৯৫২ সালের ২৩শে জানুয়ারী জন্ম গ্রহণ করেন।১৯৬৮ সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে এস এস সি , জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে এইচ এস সি , ১৯৭৬ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডি.এস , ১৯৮২-৮৩ সালে স্নাতকোত্তর উচচতর প্রশিক্ষণ ( দন্ত চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপ) , স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৯৯২-৯৩ সালে রিসার্চ ফেলোশিপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন।
ড. অরুপ রতন চৌধুরীর বড় ভাই শুভাগত চৌধুরী ও বড় বোন ড. মধুশ্রী ভদ্র স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। শুভাগত চৌধুরী ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল।বোন মধুশ্রী ভদ্র ঢাকা কলেজের সহকারী অধ্যাপিকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক ড. অরুপ রতন চৌধুরী লেখাপড়া ও বিভিন্ন ডিগ্রি অর্জনের সাথে সাথে চাকুরী ও চালিয়ে যান। তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালের ডেন্টাল সার্জন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল সার্জন ছিলেন। তাছাড়া ১৯৮২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন হিসেবে ১৯৮৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ডেন্টি , আইপিজি এমআর হাসপাতালের সহকারী অধ্যাপক , ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগি প্রতিষ্ঠান ঢাকা বারডেম হাসপাতালের ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সহিত চাকুরী করে যাচেছন।
ড. অরুপ রতন চৌধুরীর লিখিত ও বই আকারে প্রকাশিত নামের তালিকা এখানে উল্লেখ করতে চাই। ১। তামাক পাতা ও ধুমপান ১৯৯০ খ্রী: , ২। মুখ ও দাঁতের ৫০টি সমষ্যা ও সমাধান , ১৯৯৫ খ্রী: , ৩। মাদকাশক্তি ও এইড সমষ্যা ও সমাধান ১৯৯৬ খ্রী: , ৪। আর ধুমপান নয় , ১৯৯৯ খ্রী: , ৫। মুখ ও দাঁতের স্বাস্থ্য ২০০১ খ্রী: , ৬। তামাকের ক্ষয়ক্ষতি ২০০৬ , ৭।মুখের স্বাস্থ্য ও তামাক পাতা , ২০০৮ খ্রী: , ৮। মাদক ও মাদকাশক্তি , ২০০৯ খ্রী: , ৯। দাঁত ও মুখের রোগের সাথে দেহের রোগের সম্পর্ক ২০১০ খ্রী: , ১০। সুন্দর দাঁতের সুন্দর হাসি , ২০১১ খ্রী:।
চাকুরী জীবনের পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র , ইরান , জাপান , সিঙ্গাপুর , ফিনল্যান্ড ,নেপাল , ফ্রান্স , স্পেন , অষ্ট্রেলিয়া , ভিয়েনা , মালয়েশিয়া , বেইজিং চায়না , ফিলিপাইনসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ গ্রহণ করে ডায়াবেটিক , ডেন্টাল ও মাদকদ্রব্য অপব্যবহার রোধে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। তাছাড়া জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সদস্য , আমেরিকা ডেন্টাল এসোসিয়েশন ফর ডেন্টাল রিসার্চ এর সদস্য , ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এর সদস্য , আমেরিকা বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট এর ফেলো ও সদস্য , বাংলাদেশ একাডেমীর সদস্য।দন্ত , তামাক , ধুমপান বিষয়ে জাতীয় দৈনিকে তিনির অনেক লেখা প্রকাশিত হয়।একই সঙ্গে গবেষণা পুস্তকাদি প্রকাশ করে আমাদের গবেষণা ভান্ডার সমৃদ্ধিতে ভুমিকা পালনে সচেষ্ট।সামাজিক , সাংস্কৃতিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ অনেক পুরস্কার এ ভুষিত হন।এ নিবন্ধনের নায়ক ড. অরুপ রতন চৌধুরী ২০১৫ সালে একুশে পদক অর্জনের বিরল রেকর্ড গড়ে বিশ্বনাথবাসীকে করলেন গৌরবান্বিত ও প্রশংসিত।১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে একজন সঙ্গীত শিল্পী হিসেবে অনন্য ভুমিকার জন্য প্রথম বিশ্বনাথীর এ গৌরবময় অর্জন।সুতরাং বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে জানাই সর্বাগ্রে কৃতজ্ঞতা , অকৃত্রিম গভীর শ্রদ্ধা , ভালবাসা , অভিনন্দন ও শুভেচছা।পদক অর্জনকারী বিশ্বনাথের কীর্তিমান সন্তান ড. অরুপ রতনকে জানাই অভিনন্দন ও ফুলেল শুভেচছা।আমি তিনির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।পরিশেষে বলতে চাই ড. অরুপ রতন চৌধুরী স্ত্রী গৌরী চৌধুরী ও দু’পুত্র সন্তানকে নিয়ে সাংসারিক জীবনে অত্যন্ত সুখী জীবন যাপন করছেন।
লেখক মিজানুর রহমান মিজান উপদেষ্টা সম্পাদক জেএনএনবিডি ডট কম , সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব ,বিশ্বhনাথ সিলেট।
Leave a Reply