ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের আটগ্রাম বাজারে নতুন সেডের শুভ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার ৭ ডিসেম্বর আটগ্রাম বাজার পরিচালনা কমিটির অর্থায়নে নতুন সেডের বৃত্তি স্হাপন করেন, স্হানীয় উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো: গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন সদস্য আব্দুস শহীদ।
সাধারণ সম্পাদক পরিমল দাস, ১নং ওয়ার্ডের সাবেক সদস্য গয়াছ উদ্দিন,
প্রবীন মুরব্বি ডা: মো: হানিফ আলী, মো: নুর মিয়া, মো: আব্দুল খালিক, মো: আমির উদ্দিন, মো: আসব আলী, মো: তেরাব আলী, মো: আফতাব আলী, সজল, মো: সাঈদ আলী, মো: আরশ আলী, মো: আলাল মিয়া, মো: বিলাল মিয়া, মো: ইয়াকুব আলী, মো: চান মিয়াসহ প্রমুখ।