যশোর প্রতিনিধি, মামুন হোসেন:
মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় সময়িক ছাত্রত্ত্ব বাতিল করা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)র অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠুন মন্ডলকে। স্থায়ীভাবে কেনো তার ছাত্রত্ত্ব বাতিল করা হয়নি তার কারণ দেখিয়ে নোটিশও দেওয়া হয়েছে।
এদিকে কটুক্তি করায় মিঠুনকে তার নিজ বাড়ি সাতক্ষীরার দেবহাটা থেকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আঃ রশিদ বলেন, মিঠুন তার ফেসবুক পেজে মহানবী (স.) কে নিয়ে কটুবাক্য করে পোস্ট করে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এজন্য সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি’র জরুরি সভায় ছাত্রত্ত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আনোয়ার হোসেন।