সমুজ আহমদ সায়মনঃ
ষষ্ঠ ধাপের ২১৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সন্নিকটে। সময় যতই ঘনিয়ে আসছে ততই হাট বাজার গ্রামের পাড়া মহল্লায় যোগ বিয়োগের হিসেবে ব্যস্ত হয়ে উঠেছেন সাধারণ ভোটারসহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ৩১ শে জানুয়ারি অনুষ্ঠিতব্য জনগনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রবাসী অধ্যুষিত ও বিএনপির দূর্গ হিসেবে পরিচিত বিশ্বনাথের লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে কারা হবেন আগামীর কান্ডারী? কারা বসবেন স্বপ্নের সোনালী সিংহাসনে? এ নিয়ে এ দুটি ইউনিয়নের ভোটের মাঠে সর্বস্তরের (প্রায়) চারশত বিশিষ্টজনের ভাবনায় উঠে এসেছে আগামীর সম্ভাব্য কান্ডারী! বিশিষ্টজনদের তালিকায় আছেন,শিক্ষক, চিকিৎসক, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি চাকরিজীবি,একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ,কৃষক,শ্রমিক,ব্যবসায়ীসহ দুটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সদস্যগন । (নাম প্রকাশে অনিচ্ছুক) সবাই ২০০৩- ২০১৬ সালের তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও পর্যবেক্ষণ এবং বর্তমান ২০২২ এর ভোটের মাঠের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে নিম্নে তাদের মতের সম্ভাব্য তালিকা (জরীপ) তুলে ধরা হলো; লামাকাজী ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া -চশমা ২৮%,আওয়ামীলীগের মনোনীত ফয়সাল আহমদ -নৌকা ২৭%, অন্যান্য-১৫%। খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত আরশ আলী নৌকা – ৩৪%, স্বতন্ত্র (বিএনপি) বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন -স্বতন্ত্র (বিএনপি) আনারস ২১%, স্বতন্ত্র (বিএনপি) কয়েছ মিয়া-ঘোড়া ১৬%।
তথ্যসূত্রঃ (মাঠ জরীপ)
সমুজ আহমদ সায়মন
বিশ্বনাথ সিলেট।