মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ
ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর সন্মানিত প্রতিষ্ঠাতা, ভান্ডারিয়া উন্নয়ন পরিষদ এর সভাপতি ও কালান্তর ২৪.কম এর প্রকাশক সৈয়দ মাঈনুল ইসলাম মঈন এর জন্মদিন গতকাল ৩ জানুয়ারী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। ভান্ডারিয়া উন্নয়ন পরিষদ এর উদ্যোগে ভান্ডারিয়া বাজারে দুপুরে অসহায় মানুষের মুখে আহার তুলে দেওয়ার মাধ্যমে সভাপতি সৈয়দ মাইনুল ইসলাম মঈন জন্মদিন পালান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মো সামসুদ্দিন খান সিপলু, সহ সভাপতি মো আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কাজী রাসেল, হাফিজুর রহমান সুমন।
পূর্ব ভান্ডারিয়া ৫ নং ওয়ার্ড এর যুব সমাজের উদ্যোগে সন্ধ্যায় কেক কাটার মাধ্যমে পূর্ব ভান্ডারিয়ার কৃতি সন্তান সৈয়দ মাইনুল ইসলাম মইন এর জন্মদিন পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে মো হাফিজুর রহমান সুমন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৈয়দ রাফিকুল ইসলাম জাবির, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, মো বাবু, সৈয়দ মুজাহিদুল ইসলাম, মো রাজু, মো সাকিব মুন্সি, মো নাজমুল, মো রবিউল, সৈয়দ ছাহাব, মো ইখলাস, মো হৃদয়।
ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর সকল সদস্যের উদ্যোগে রাত ১০:০০ ঘটিকায় প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈন এর জন্মদিন বন্দরটিলায় সদস্য মো মিজানুর রহমান এর অফিসে আয়োজন করা হয়। সদস্য মো গিয়াস উদ্দিন এর কোরআন তিলাওয়াত এর মাধ্যমে সুচনা করা হয়। পরিচালনায় ছিলেন মো মিজানুর রহমান ও মো ইয়াছিন হাওলাদার শাহীন। প্রধান অতিথি ছিলেন মো আবদুল কাদের মজুমদার নান্টু, বিশেষ অতিথি ছিলেন মো ফরিদুল আলম মিন্টু, ইন্জিনিয়ার শহিদুল ইসলাম নান্নু। অনুষ্ঠানে বক্তব্য রাখের মো ছগির হোসেন, মো গিয়াস উদ্দিন, মো অমি খান, মো ইলিয়াস আকন, মাসুম সরদার, তাজরিয়ান আহমেদ রনি, মো জসিম হাওলাদার, মো আকবর হোসেন, মো আল-আমিন, মো সালাম হাওলাদার, আমির হোসেন মুন্সি, মো ইব্রাহীম, মো বেল্লাল হোসেন। অনলাইনে যুক্ত হয়েছেন মো আলমগীর হোসেন হাওলাদার, মো হাফিজুর রহমান সুমন, মো ওমর ফারুক ও মো আজিম৷
তাদের বক্তব্যে ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর সন্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈন এর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম প্রতিষ্ঠিত কারার জন্য। তার ও তার পরিবারের জন্য সুস্থ ও নেক হায়াত কামনা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর সন্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈন এর জন্মদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও তার জন্য শুভ কামনা করেন। সকলের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ ও সবাইকে এক যোগে কাজ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। এসময় প্রধান অতিথি তার উপহার মইন এর হাতে তুলে দেন। বিশেষ অতিথি মো ফরিদুল আলম মিন্টু সন্মাননা ক্রেস্ট মইন এর হাতে তুলে দেন। মো কুদ্দুস উপহার মইন এর হাতে তুলে দেন। ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম সকল সদস্য গন এর পক্ষ হইতে শুভেচ্ছা সন্মাাননা ক্রেষ্ট মইন এর হাতে তুলে দেন। আরও উপস্থিত ছিলেন মো ইব্রাহিম, মো সাইফুল, আরিফ হোসেন সহ অনান্য ব্যাক্তিবর্গ।
এম এম সোহেল উদ্দিন আনোয়ারী প্রতিষ্ঠাতা ও পরিচালক আল কোরআন নুরানী কাসেমুল উলুম এর দোয়া ও মিষ্টি মুখ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সৈয়দ মাইনুল ইসলাম মঈন এর জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ এর সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী। এ ছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান কালান্তর ২৪.কম এর সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী যুব লীগ এর সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ঢাকা দক্ষিণ এর আওয়ামী যুব লীগ এর সদস্য আসিফ খান রাজিব, কাউখালি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বসির উদ্দিন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী যুব মহিলালীগ এর সভাপতি আসমা সুলতা যুথি, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট বরকত উল্লাহ খান, মো রাফিকুল ইসলাম রাসেল সহ তার ব্যবসায়িক ও বন্ধু মহল।