ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন বরকতময় হয়। এরি ধারাবাহিকতায় আজ শুক্রবার ১ লা অক্টোবর বাদ জুম’আ লামাকাজী চন্দ্রবান কমিউনিটি সেন্টারে বিবাহ বন্ধনে আবদ্ব হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার হাসানাইন তাহফিজুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মাওলানা ইউসুফ মো. শাহান।
তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মরহুম সিকন্দর আলীর ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে কনিষ্ঠ পুত্র এবং একই ইউনিয়নের হামজাপুর গ্রামের হাজী মো. ফয়জুল্লাহর ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে বড় মেয়ে ক্বারীয়া আলিমা হাজী সাইদা জাহান’র সাথে ভুরকি’র আব্দুশ শহীদ (বড় হুজুর) এর উকালতিতে উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ব করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান। দোয়া পরিচালনা করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যানাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মাওলানা গোফরান আহমদ চৌধুরী ফুলতলী।
বিয়েতে দুই পরিবারের লোকজনের পাশাপাশি উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, এলহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ হোসাইন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা আব্দুল বাসিত, সুনামগন্জ জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ও কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, গাবুর গাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, কেন্দ্রীয় তালামিযের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, গোবিন্দ গন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল ফজল মো. ত্বাহা, ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদরাসা ধারন এর প্রধান শিক্ষক ও পরিচালক হাফিজ আব্দুল আজিজ, সাংবাদিক মো. আব্দুল হালিম, বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিযের সভাপতি মো. বায়েজিদ আহমদ, সাধারণ সম্পাদক আল আমিন সুমনসহ মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এরপূর্বে গতকাল বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর রাতে বরের বাড়ী (নোয়াগাঁও) এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গজল সন্ধ্যা অনুষ্টিত হয়। ইসলামী গজল সন্ধ্যায় ফারুক মাহদির উপস্থাপনায় ইসলামী সঙ্গীত গেয়ে আগত মেহমান ও সদস্যদের মুখরিত করেন, আরাফাত হুসাইন কলরব, এইচ এম আমানুল্লাহ জাগরণ, মারজান মুহাম্মদ রুহি রিসালাহ, আফজাল হুসাইন, ফাহিম আহমদ, ইমরান আহমদ সবুজকুড়িসহ আরও অনেক স্হানীয় ইসলামী সঙ্গীত শিল্পী।
Leave a Reply