বার্তা বিভাগঃ আজ বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্মের ৫০ বছর পূর্ণ হল। ১৯৭১ সালে জাতীর জনক, বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে এদেশের সকল শ্রেণির মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার লাল সূর্য কে ছিনিয়ে এনে বাঙালি জাতীকে শৃঙ্খল মুক্ত জীবন ও দেশ মাতৃকা উপহার দিয়েছেন রক্তের বন্যায় অন্যায়কে নিপাত করে। জাতী আজ স্বাধীনতার সুখে উদ্ভাসিত। পুরো বাঙালি আজ স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তির আনন্দ উদযাপন করছে। এই আনন্দ পাইয়ে দিতে যাদের আত্মত্যাগ ও অবদান ছিল তাদের গভীর ভাবে স্মরণ ও যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা অন্তর থেকে। জাতীর এই বীর সন্তানদের আমার ভুলবনা কোন দিন।