মোঃ আশরাফুল ইসালাম, খুলনা সদর প্রতিনিধিঃ
বিভাগীয় মহা সমাবেশ সফল করতে সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে ট্রাক, মাইক্রোবাস ও ট্রলার বাইসাইকেল ও পায়ে হেটে তারা খুলনায় আসছেন। নগরীর পাওয়ার হাউজ মোড়, রেলস্টেশন, ময়লাপোতা, শিববাড়ী মোড়ে মিলিত হয়ে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা। নগরীতে রিক্সা ও ইজিবাইক চলাচল খবই কম লক্ষ করা গেছে । তবে সমাবেশের আশপাশে হোটেল রেস্তোরাঁ গুলোতে বিক্রি বেড়েছে।
আজ শনিবার নগরীর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। ইতিমধ্যে সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতাশুরু হয়েছে । গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
শিববাড়ী মোড় থেকে সমাবেশস্থলের এলাকাজুড়ে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। মঞ্চের নিচে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য রাখছেন।
মোংলা থেকে দেড় হাজার কর্মী সমাবেশ স্থলে পৌঁছেছে। মোংলা থানা বিএনপি’র সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন জানান, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের কর্মীরা বাস বন্ধ থাকায় ইজিবাইক মাহেন্দ্র ও ভ্যানযোগে খুলনায় আসে। বেলা সাড়ে ১০ টায় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে থাকে। মিছিলকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও ধানের শীষ।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। সমাবেশের সময় থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি। এছাড়া সমাবেশের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ শনিবার তৃতীয় গণসমাবেশ হচ্ছে বিভাগীয় শহর খুলনা শহরে।
রাজপথ দখল নিয়েছে আওয়ামী লীগ এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খুলনার নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা অবস্থান নিয়েছে কর্মীদের জন্য ব্যবস্থা করেছে সংগঠন দুপুরের খাবারের আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির গণসমাবেশের কর্মসূচি পালনের নামে জ্বালাও-পোড়াও ভাঙচুর এরমত কর্মকাণ্ড করলে তা রুখে দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক মাঠে আছি। তবে সাধারণ মানুষ ও বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাস-লঞ্চ ও নদী পারাপার বন্ধ করে এখন তারা সমাবেশ মুখী লোকদেরকে হেনস্তা ও বাধা দিচ্ছে।তবে সব বাধা উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হবে খুলনা নগরী প্রত্যাশা বিএনপিকর্মীদের।