নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে সিলেট সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল-ফোরকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট,বার্সেলোনা বি এন পির সভাপতি ও বিশ্বনাথ আইডিয়াল এসোসিয়েশন বার্সেলোনা স্পেনে’র সভাপতি সিলেট ২আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম রায়হান আহমেদ।
সিলেট ২ সহ বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা ও ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক এমনটি কামনা করে এইচ এম রায়হান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ । আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণে এগিয়ে আসি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা” ঈদ মোবারক।