বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহায়তায় বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বানিয়াচঙ্গে দরিদ্র শিক্ষার্থীদের নগদ অর্থ ও কাপড় প্রদান করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকালে মাধ্যমিক শিক্ষা অফিসে ১৪০ জন শিক্ষার্থীকে সহায়তা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুলুল্লাহ।
অনুষ্ঠানের পরিচালক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা বলেন, উপজেলার বন্যা দুর্গত এলাকার ১৪০ জন দরিদ্র শিক্ষার্থীদের নগদ ২ শত টাকা ও কাপড় প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীদেরকে সহায়তা দেয়া হবে।