ষ্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছেন ৯ সাংবাদিক।
শনিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় ব্যক্তিগত সমস্যা দেখিয়ে বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও সেক্রেটারী খলিলুর রহমান খলিল বরাবরে লিখিত পত্রের মাধ্যমে ওই পদত্যাগপত্র জমা দেন।
বানিয়াচং প্রেসক্লাব থেকে পদত্যাগ করা সাংবাদিকরা হলেন, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক আলোকিত বাংলাদেশের বানিয়াচং প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী নজরুল ইসলাম তালুকদার, সিনিয়র সহসভাপতি ও দৈনিক বিবিয়ানার ষ্টাফ রিপোর্টার শেখ সফিকুল ইসলাম সফিক, সহসভাপতি ও দৈনিক দেশ জগতের ষ্টাফ রিপোর্টার খোরশেদ আলম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য এস এম মহিবুর রহান, একুশের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ জয়নাল মিয়া, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ আব্দুল মালিক, দৈনিক হবিগঞ্জের সংবাদ ও রিপোর্টার্স ইউনিটির সদস্য সাজ্জাদ বিন লাল এবং দৈনিক এবং ক্রাইম নিউজ টুয়েন্টি ফোর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য আজমল হোসেন (জুনিয়র)।