বানিয়াচং প্রতিনিধিঃ প্রয়াত হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা প্রভাষক সাদিরুজ্জামান খান জুসেফ’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে নবগঠিত বানিয়াচং উপজেলা কৃষকদল। শনিবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব বানিয়াচং সাবরেজিস্ট্রার জামে মসজিদে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে বাদ আসর বড়বাজারস্ত কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে উপজেল কৃষকদল সভাপতি আব্দুর রাজ্জাক আলামিনের সভাপতিত্বে ও সেক্রেটারী রানা শাহ রানার সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদলের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ছাদিরুজ্জামান জুসেফের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এসময় সভা থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সহসভাপতি মোঃ নুরুল আমিন, জয়েন্ট সেক্রেটারী মোঃ শামীম আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক লাল হোসেন প্রমুখ।