শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকার ও জইট্টার হাওরের সুতাং নদী থেকে অর্ধগলিত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার উজান থেকে আসা কাগাপাশা ইউনিয়নের মকার হাওরের উপর বয়ে যাওয়া সুতি নদীর তীর থেকে এক পরিচয় বিহীন মরদেহ উদ্ধার করেছেন
বানিয়াচং থানার এস আই আব্দুল সাত্তার। এসময় উপস্থিত থেকে মরদেহ উদ্ধার কাজে সহযোগিতা করেন কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী সহ এলাকার লোকজন। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ।