শেখ সফিকুল ইসলাম সফিক,বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংঙ্গে বিভিন্ন জাতের প্রাণির প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন জাতের প্রাণি আসতে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে বিদেশী জাতের দুগ্ধ গাভী, ষাড়, ভেড়া, শালিক, টিয়া পাখি, কবুতর ও ঘুঘু ইত্যাদি। অনেক প্রকারের প্রাণী দেখার জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় ছিল।
দুপুর ১টায় ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. সাহেদ তরফদারের সঞ্চালণায় খামারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও ৮নং খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম। এসময় বক্তব্য রাখেন খামারী মোঃ মোশাররফ হোসেন ও মোঃ আরজু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বলেন আজ ব্যতিক্রমধর্মি একটি প্রদর্শনী দেখতে পেলাম। এর জন্য উপজেলা প্রাণি বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দুগ্ধ খামারীদের জন্য স্থানীয় বড় বাজারে নির্দিষ্ট একটি স্থানে উপজেলা প্রশাসনের সমন্বয়ে দুধ বেঁচাকেনার ব্যবস্থা করে দেওয়ারও ঘোষণা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,দীপক দেবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দেখতে আসেন। প্রদর্শনী শেষে
বিজয়ীদের মধ্যে নগদ টাকাসহ পুরস্কার প্রদান করা হয়।