বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নে প্রধানমন্ত্রীর করোনার জন্য মানবিক উপহার হিসেবে ৫০০শত হতদরিদ্র মানুষের মধ্যে ৫০০শত টাকা করে নগদ মানবিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ইউপি সচিব রুবেল আহমেদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন খান বেলাল, সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম, গুলবাহার বিবি ও তথ্য উদ্যোক্তা একে এম নেছার উদ্দিন।