শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অন্তর্গত ৮ নং খাগাউড়া ইউনিয়নে “কুরশা কাগাউড়া প্রস্তাবিত পুলিশ তদন্ত কেন্দ্রের” অস্থায়ী ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ এডভোকেট আব্দুল মজিদ খান । বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (বিপিএম, পিপিএম) এর সার্বিক তত্বাবধানে ওই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
পরে দুপুর ১২ টায় স্থানীয় খাগাউড়া বাজারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ও এস আই আব্দুস ছাত্তারের পরিচালনায় ভিত্তি প্রস্তুর স্থাপনের নিমিত্তে আলোচনা ও অপরাধ প্রতিরোধ সভা অনুুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা পেশ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথির বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন।
আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, শাহ শওকত আরেফীন সেলিম, আনোয়ার হোসেন, রাহেলা হক যুবলীগ নেতা তৌহিদুর রহমান তৌহিদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মুুজিবুর রহমান ও গীতা পাঠ করেন রতীষ ঠাকুর।
উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজীত কুমার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জবস টিভির বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি শেখ সফিকুল ইসলাম সফিকসহ ৮ নং খাগাউড়া ইউনিয়ন, ৯ নং পুকড়া ইউনিয়ন ও ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের বিভিন্ন শেণী পেশার মানুষ।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলাটি ১৫ টি ইউনিয়ন নিয়ে বিস্তৃর্ণ এলাকাজুড়ে দৃৃশ্যমান। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কয়েক কন্টা সময় লাগে। তাই বানিয়াচং থানা পুলিশের অপরাধ নির্মুলে সহায়ক হিসেবে খাগাউড়ায় একটি পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই তদন্ত কেন্দ্র নির্মাণে ৯০ শতক ভুমি পুলিশকে উপহার দেন বিশিষ্ট দানবীর আলহাজ্ব মরহুম লুৎফুর রহমান।