রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়ন সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক সীমানা আইন অমান্য করে বাংকার খোঁড়ার ঘটনায় দু’দেশের সীমান্ত বাহিনী বিজিবি-বিএসএস এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা সীমান্তে কোন প্রকার উত্তেজনা সৃষ্টি না হয় এমন ঘটনা হতে বিরত থাকতে ঐক্যমতে পৌঁছায় বলে জানিয়েছেন বিজিবি।
গত বুধবার বাংলাদেশ ভারত দহগ্রাম সীমান্তের ডিএমপি ১০ নম্বর মেইন পিলারের ০৫ নম্বর সাব পিলার সংলগ্ন পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সিষ্টিয়াপাড়া এলাকায় পাটগ্রামের বিদ্যুৎ বিভাগের লোকজন বৈদ্যুতিক খুঁটিতে তার লাগাতে গেলে ভারতের নাপিতপাড়া বিএসএফ ক্যাম্পের সীমান্তে টহলরত একটি দল তাদের বাধা দেয়। ওই সময় উপস্থিত জনতা উত্তেজিত হলে বিএসএফ টহল দল ফিরে গিয়ে কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জনের( বিএসএফ) এর একটি দল এসে সীমান্তের ৫০ গজের ভীতরে অনৈতিকভাবে বাংকার খনন করে।
খবর পেয়ে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের ৫-৬ জন সদস্য ঘটনা স্থলে এসে উত্তেজিত জনগণ কে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য গত বুধবার বিকেলে বিএসএফকে চিঠি দেয় বিজিবির পানবাড়ি কোম্পানি।
গতকাল ৪ আগষ্ট,বৃহস্পতিবার সকাল ১০ টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসায় আসে।
Leave a Reply