রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
০৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পাটগ্রাম আলহাজ্ব মোতাহার হোসেন অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষক লীগ পাটগ্রাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন ,লালমনিরহাট জেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান কাজল।
পবিত্র কোরান তেলওয়াত এবং গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, লালমনিরহাট -১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এম পি। তিনি বলেন,বাংলাদেশের কৃষকের পাশে সর্বদা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন,আছেন,থাকবেন।
বিগত জামাত জোট সরকারের সময় আমরা দেখেছি কৃষকেরা সারের জন্য, তেলের জন্য মিছিল করেছে ,আওয়ামী লীগ সরকার গঠন করার পর সর্বপ্রথম কৃষকের উপর নজর রেখেছে দেশে আর সার সংকটে কোন কৃষককে ডিলারের কাছে ধর্ণা দিতে হয় না,তেলের জন্য কোন কৃষককে গুলি খেতে হয় না। বৈশ্বিক মন্দার কারনে সাময়িক তেলের দাম বৃদ্ধি পেলেও বৈশ্বিক সমস্যা সমাধান হওয়ার সাথে সাথে তেলের দাম কমানো হবে।
কৃষক লীগের উপজেলা নেতৃবৃন্দকে উপজেলা কৃষি অফিসার ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি কৃষকদের সকল সুযোগ সুবিধা গ্রহণে কাজ করার আহ্বান করেন তিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র ও পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট সহ পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সম্মেলনের প্রধান অতিথি মোতাহার হোসেন এম পি আব্দুর রাজ্জাক প্রধান কে সভাপতি ও জাহেদুল ইসলাম রাব্বি কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।