সিলেট সদর প্রতিনিধিঃ
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, জীবনের বড় হতে হলে স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় মনবলের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষও হিমালয় জয় করেছে। তিনি বলেন, মানবতার কল্যাণে যে শিক্ষা সেটাই প্রকৃত শিক্ষা। সুশিক্ষা অর্জন করে মানবতার কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার কথা বলেন। আনজুমানে তালামীযে ইসলামিয়ার প্রশংসা করে তিনি সদর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, উপজেলার শিক্ষার উন্নয়নে তাকে সহযোগিতা করার আহবান জানান।
তিনি গত ৭ জুন শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা শাখার উদ্যোগে সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসার কনফারেন্স হলে দাখিল/ এস.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মনজুরুল করিম মহসিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, আরবী প্রভাষক মাওলানা ক্বারি নুরুল হক, সিনিয়র শিক্ষক মুজাহিদ উদ্দিন, শাহ খুররম ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ কমর উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি এম আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেদ্দাহ আল ইসলাহ সৌদি আরব শাখা উপদেষ্টা ক্বারি শামসুল ইসলাম, কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা তাজ উদ্দীন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সাবেক সভাপতি মাওলানা সুহাইল আহমদ তালুকদার, সহ সভাপতি মুহা. হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সহ সভাপতি মুহা. আব্দুল করিম, সিলেট সদর পূর্ব উপজেলা সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মুহা. রুকন উদ্দিন ও মুহা. শাহীন আহমদ, সদর উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক খান এহসান প্রমুখ