মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা-২০২১ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েন এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েনের উপ-মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইাল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, সরকারি কর্মকর্তা, ভলিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট উপ-কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ ভলিবল (পুরুষ-মহিলা) প্রতিযোগিতা আগামী ৫ থেকে ১০ এপ্রিল-২০২১ পর্যন্ত নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইল জেলাসহ বাংলাদেশের ২২ টি দল অংশ গ্রহন করবে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং খেলা পরিচালনার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।