রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ বহুল আলোচিত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে তিনবিঘা করিডরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণের শুভ সূূূচনা করা হয়েছে।
চার দিকে ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশ স্বাধীনতার দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশের সাথে ১৯৯২ সালে এখানকার মানুষের মুক্তি মিলে। ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির মাধ্যমে বাংলাদেশের অংশ হয় দহগ্রাম ইউনিয়ন। ভারত বাংলাদেশের বিভিন্ন বৈদেশিক জটিলতার কারণে তা ১২৯২ এর ২৬শে জুন তিনবিঘা করিডর খুলে দেওয়া হয়।
মহান স্বাধীনতা যুদ্ধের সময় দহগ্রাম ইউনিয়নে একটি বীর মুক্তিযোদ্ধা মিনি ট্রেনিং সেন্টার ছিলো। স্থানীয় মানুষের প্রাণের দাবি ছিলো একটা মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর প্রতিষ্টার। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বর্তমান সরকারের অবদানে আশার বাণী খুজে পায় এখান কার মানুষ।
গত ১০ই জুন ২০২১ ইং দহগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পাটগ্রাম হাতিবান্ধা আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দহগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি সাফিউল আলম বাবলু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
সহ পাটগ্রাম উপজেলা ও দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় দহগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জনাব সাফিউল আলম বাবলু বলেন, আমাদের প্রাণের দাবি ছিলো দহগ্রাম ইউনিয়নে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের। এটা পুরন হতে চলেছে,তিনি বলেন স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামিলীগ সরকার তা বাস্তবায়ন করবে।মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর স্থাপন করা সত্যি আনন্দের বিষয়।
এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।