মো. নাঈম হাসান ঈমন, বিশেষ প্রতিনিধিঃ
গণ অধিকার পরিষদ এর উদ্যোগে বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামে গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ভ্রাতৃ প্রতিম সংগঠন শ্রমিক অধিকার পরিষদের দায়িত্বশীল দের নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক আচার আচরণ, দক্ষ সংগঠক তৈরি করার লক্ষ্যে, গণ অধিকার পরিষদের চার মূলনীতি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে অগ্রনী ভুমিকা পালনে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে রাজনৈতিক কর্মশালা আয়োজন করা হয়েছে।
রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য, মোঃ রফিকুল ইসলাম রাসেল, মহানগর যুব অধিকার পরিষদ সদস্য সচিব শফিকুল ইসলাম সাগর, এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আলমগীর আকাশ, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক এইচ এম হাসান, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম ও মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মুন্না, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য দায়িত্বশীল বৃন্দরা। বক্তারা সবাই রাজনৈতিক শিষ্টাচার অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীর সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করে সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প করেন।