স্টাফ রিপোর্টারঃ অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছে ”মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
২২শে মে রবিবার উপজেলার শাহ আনোয়ারার কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে জগন্নাথপুর চরা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ ছালেহ আহমদের নেতৃত্বে
অর্ধশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী( চাল) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আনোয়ার কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম। সংগঠক আজমান আলীর পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ ও ট্রাস্টের বাংলাদেশ শাখার চেয়ারম্যান মাওলানা মুখলিছুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
অনাহারে-অর্ধাহারে নিদারুণ কষ্টে চলছে বন্যার্ত মানুষের জীবন। ইসলাম মানবকল্যাণের ধর্ম। পবিত্র কোরআন ও হাদিসের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে মানবকল্যাণের জন্য নিজেকে উজাড় করে দেয়ার কড়া নির্দেশ। আমাদের বন্যার্ত ভাই-বোনেরা একটু খাবার আর সুপেয় পানির জন্য চাতক পাখির মতো থাকিয়ে আছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, জানমাল ও ফল-ফলাদির ক্ষতি দিয়ে। এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে, হে নবী! তুমি তাদের জান্নাতে সুখের দিনের সুসংবাদ দাও। করোনা এবং বন্যা আল্লাহতায়ালার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। যারা বন্যা কবলিত তারা যেন এ সময় ধৈর্য ধারণ করেন, আর আমরা যারা মোটামুটি নিরাপদ আছি আমরা যেন তাদের পাশে দাঁড়াই এখন এটাই আমাদের বড় ইবাদত এবং কোরবানী।
রাসূল (সা.) বলেছেন, ‘দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে খাবার দিলে আল্লাহ তোমাকে জান্নাতে খাবার দেবেন। দুনিয়ায় কাউকে পানি পান করালে আল্লাহ জান্নাতে তোমাকে পানি পান করাবেন। আর দুনিয়ায় কাউকে কাপড় দিলে জান্নাতে আল্লাহ তোমাকে কাপড় দেবেন।’ (আবু দাউদ।) পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা একে অন্যের ভাই। (সূরা হুজরাত, আয়াত ১০।) বন্যার্ত বিপদগ্রস্তরাও আমাদেরই ভাই। তাদের কথা ভাবলে কষ্টে বুক ফেটে যায়। আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের জন্য ফরজ হল বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। হে আল্লাহ! আমাদের থেকে বন্যা এবং করোনাভাইরাসের আজাব তুলে নিন।
ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ পুর মাদ্রাসার সুপার নুরুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আনোয়ারা কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন তৈমুছ,
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্য ARET TV নিয়মিত পরিচালক এম মাহফুজুর রহমান প্রমুখ।
উল্ল্যেখ্য আর রাহমান এডুকেশন ট্রাস্ট সিলেটের বন্যার্ত আরো পাঁচশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করার পরিকল্পনা গ্রহণ করেছে।