জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
বন্যাদুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ, ঔষধপত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নড়াইলের লোহাগড়া পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ৪ শত প্যাকেট খাদ্যদ্রব্য, ঔষধপত্র ও ত্রাণ সামগ্রী ফেনী জেলার ১৩ নং ফরহাদ নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরলাল গ্রামে বন্যদুর্গতদের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদ আলম শিপলু, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ সাবু শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রিপন শেখ, লেলিন খান, যুবদল নেতা রাফিল রিয়াজ, জীবন, জিয়া, পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম ভিটো, সাধারণ সম্পাদক জিএম মাহাবুবুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক মুকুল মোল্যা, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহিম, বিএনপির সাবেক দুইবারের মন্ত্রী আমানউল্লাহ আমানের সেক্রেটারী রহমাতুল্লাহ শিশির।
পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি বলেন, ফেনী জেলার ১৩ নং ফরহাদ নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরলাল গ্রামে বন্যদুর্গত পরিবারদের মাঝে ৪ শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, সয়বিন তেল, চিড়া, মুড়ি, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, নাপা ট্যাবলেট, মোমবাতি, গ্যাস লাইট, টোস বিস্কুট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের আগামী স্বপ্ন বাস্তবায়নে আমরা মানুষের সেবায় কাজ করছি।