মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার উদ্যোগে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও সকল বন্ধ মিল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় খালিশপুর পিপলস্ গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ ও সঞ্চালনা করেন থানা সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাও: মুফতি ইমরান হোসেন। উপস্থিত ছিলেন জিএম কিবরিয়া, জাহিদুল ইসলাম, মোঃ মেহেদি হাসান, মোঃ মঈনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো: জামাল মুন্সী, মোঃশরিফুল ইসলাম, মোঃ আব্দুর রউফ, মোস্তফা হাওলাদার, মোঃ জাহিদুল ইসলাম মনির, মোঃজামাল হোসেন, মোঃ মাহাদি হাসান মুন্না, মোঃ শিহাব উদ্দিন, শেখ শওকাত হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মিজান হোসেন, তুহিন, মাও. নাসির, মামুন, মোঃ আব্দুস সবুর, মোঃ হালিম, মোঃআবুল কাশেম, মোঃ বনী আমিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply