সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় গোটা দেশব্যাপী পালিত হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জয়পুরহাট শহীদ আবুল কাশেম ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে অদ্য বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন সহ সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহন করেন।
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব প্রকৌশলী আসিফ আজিজ স্যারের নেতৃত্বে দিনের প্রথম প্রহরেই অত্র ইন্সটিটিউটের বিভিন্ন প্রশিক্ষক এবং প্রশিক্ষনার্থী বৃন্দ পুষ্পস্তবক অর্পণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে সপ্তাহব্যাপী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অদ্য “মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলা” এর শুভ উদ্বোধন করা হয়েছে। অত্র মেলায় ৩৯ নং স্টলে দেখা মিলবে জয়পুরহাট টিটিসি কর্তৃক বিভিন্ন উদ্ভাবনী আয়োজন সমূহ। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা চলবে আগামী ২৩ মার্চ ২০২২ পর্যন্ত।
Leave a Reply