নিজস্ব প্রতিবেদক ::
। বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আব্দুল মুনিম সিমন
সে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের একাভিম গহরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অসামান্য অবদান রাখায় একাভিম যুব সংঘের উদ্যোগে আব্দুল মুনিম সিমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) মরহুম কবির মিয়া মাষ্ঠার বাড়ীতে ওই সভা অনুষ্ঠিত হয়।
গ্রামের প্রবীর মুরব্বী তৈমুছ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মুনিম সিমনের গর্বিত পিতা আব্দুল হান্নান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহি উদ্দিন পলাশ, ব্যাংকার নাজমুল ইসলাম, ক্রীড়ানুরাগী দুলাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী তেরাব আলী, আসাদ খান, সেবুল আহমদ, মিজানুর রহমান লিলু, লাভুল আহমদ, বাবলা মিয়া, রুনু মিয়া, মিছতাজ উদ্দিন শিপলু, এমরান মিয়া, জয়ন্ত কুমার দাশ, রুমন খান, রাব্বিল আহমদ, প্রশাস্ত কুমার দাশ, শাহরিয়ার, ফারুক আহমদ।
আলোচনা সভা শেষে আব্দুল মুনিম সিমনকে একাভীম যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করেন অতিথিবৃন্দ।