যশোর প্রতিনিধি :চৌগাছার মুক্তারপুরে প্রথম বারের মত পালিত হলো মহান বিজয় দিবস ।বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। প্রসঙ্গত ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের প্রার্থী শহীদ মসিয়ূর রহমানের নির্বাচনী প্রচারণায় জনসভা করতে এই মুক্তারপুর গ্রামে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কপোতাক্ষ নদের তীরঘেষা মুক্তারপুর প্রাইমারী স্কুলের মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখনাকার মুজিব ভাই। এছাড়াও উক্ত জনসভায় উপস্থিত ছিলেন এডভোকেট মসিয়ূর রহমান, হাজী নূর বক্স, এডভোকেট রওশন আলী, এডভোকেট হাবিবুর রহমান, আবুল হোসেন প্রমুখ। ঐ সভায় সভাপত্বিত করেন তখনাকার চৌ-সিংহঝুলী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জোহা (ভাটাই বিশ্বাস)। বঙ্গবন্ধুর স্মৃতিকে মুক্তারপুর তথা চৌগাছাবাসীর নিকট স্বরণীয় করে রাখতে ১৯৯৮ সালে তৎকালী আওয়ামী লীগ সরকারে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের র্নিদেশনায় চৌগাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান ও স্থানীয় মুক্তিযুদ্ধারা মুক্তারপুর প্রাইমারী স্কুলের মাঠে কপোতাক্ষ নদের তীরে বঙ্গবন্ধু যেখানে বক্তব্য দিয়ে ছিলেন সেখানে একটি স্মৃতি স্তম্ভ র্নিমাণ করেন।
স্মৃতি বিজড়িত এই মুক্তারপুরে প্রথমবারের মত স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয় মহান বিজয় দিবস ২০২০ বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযুদ্ধা মোঃ রবিউল ইসলাম, মোঃ আলা উদ্দিন, মোঃ আব্দুল হামিদ, আতাউল ইসলাম সহ অত্র এলাকার মুক্তিযুদ্ধাগণ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তারপুর বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের অন্যতম সংগঠন মুক্তারপুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষে আহবায়ক মোঃ সাকিব ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসাদুজ্জামান সহ সংগঠনের নেত্রীবৃন্দ, মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পক্ষে প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগারের পক্ষে সভাপতি আসাদুজ্জামান সহ সদস্যবৃন্দ, মুক্তারপুর ওয়ার্ড ছাত্রলীগ পক্ষে সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার সহ ওয়ার্ড ছাত্রলীগের নেত্রীবৃন্দ, মুক্তারপুর যুব সংঘ পক্ষে মোঃ আসাদুজ্জামান সহ যুব সংঘের সদস্যবৃন্দ, কপোতাক্ষ সমাজ কল্যাণ সংস্থার পক্ষে সাহেব আলী সহ কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
বীর মুক্তিযুদ্ধ মোঃ আব্দুল হামিদ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে ফুল দিতে পেরে আমরা মুক্তিযুদ্ধারা আনন্দিত। আমরা মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে মুক্তারপুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এগিয়ে আসার জন্য।
মুক্তারপুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক মোঃ সাকিব ইসলাম বলেন যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি কে অত্র এলাকার ভবিষ্যৎ প্রজন্মের নিকট তুলে ধরার জন্যই আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে।