মতিউর রহমান মানিক, সুনামগঞ্জ : ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় দু’জাহানের সরদার মুসলমানদের নয়ন মনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে (৩১ অক্টোবর) জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এম.এ বারি সিদ্দিকী, দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ তারেক, ছাত্র নেতা মতিউর রহমান মানিক, ছাতক উপজেলার সমন্বয়ক এইচ. দেলোয়ার হোসাইন ও হলদিপুর শাহী জামে মসজিদের ইমাম হা.মাও.বদর উদ্দীন আল-আমীন ।
এতে আরো উপস্থিত ছিলেন, জগন্নাথপুর ছাত্র অধিকার পরিষদ নেতা রুম্মান আহমেদ, জাহিদ আহমেদ, জাবের আল আদনান, আরমান মিয়া, তামিম আলী, আলী আকবর প্রমুখ।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা ফ্রান্স সরকারকে অনতিবিলম্বে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে বলেন। তাঁরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাছে ফ্রান্সের সাথে কূটনীতিক সম্পর্ক নিশ্চিহ্ন, বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে রাষ্ট্র দূতকে ফিরিয়ে দেওয়া এবং দেশবাসীর নিকট ফ্রান্সের পণ্য বয়কট করার আহবান জানান।