এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ ।
৪ আগস্ট বুধবার কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকালে ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের চোত্তাবাড়ি নামক স্থানে বাইসাইকেলে গাঁজা পরিবহনের সময় ১ জন চোরাকারবারী কে আটক করেছে পুলিশ।
আটককৃত চোরাকারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র সুমন চন্দ্র রায় (১৯) ।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় নিশ্চিত করেছেন।