এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
৬ নভেম্বর শনিবার”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে ফুলবাড়ীতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
শনিবার দুপুর সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথিঃ- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথিঃ- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী সরকার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
এসময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান , যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সমবায় সমিতির নেতৃবৃন্দ।