এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-চলমান মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ঠাকুরেরপাট এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান(২৫) পিতামৃত আচন উদ্দিন নামে এক চোরাকারবারী কে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। আটককৃত চোরাকারবারী যুবকের বাড়ি উপজেলার নাওডাংগা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব রাজীব কুমার রায়।