কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী খাজা ট্রাভেল নামক একটি নৈশকোচে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার ফুলবাড়ী টু-নাগেশ্বরী সড়কে ব্র্যাক মোড় এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয়। ঢাকাগামী নৈশকোচটি ছাড়ার সময় পুলিশ বাসটিকে থামিয়ে ভিতরে তল্লাশি চালিয়ে ট্রাভেল ব্যাগে রাখা ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করে। ট্রাভেল ব্যাগটি কোন যাত্রীর নামে এন্ট্রি না থাকায় বাসের সুপারভাইজারকে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
আটক সুপারভাইজার হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রামপুরা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আসাদুজ্জামান ফয়সাল (৩৫)।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে আটক সুপারভাইজারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।