এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৬২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার ব্রাক মোড় এলাকা থেকে একটি অটোবাইকসহ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের এবলাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৯)।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।