এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৬জুন রোববার কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১কেজি ৩০০গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার রাতে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী একটি দল এসআই পলাশ চন্দ্র রায়, এসআই মোঃ এনামুল হক, এসআই একরামুল হক, এএসআই মঞ্জুরুল ইসলাম, এএসআই মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্ত এলাকার অনন্তপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র মাইদুল ইসলাম (৩২)এর বসতবাড়িতে অভিযান চালিয়ে চৌচালা টিনের উত্তর দুয়ারী ঘর এর পশ্চিম পাশে ধান রাখার পাত্র (ডুলি) থেকে ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।
Leave a Reply