এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃত্রিম উপায়ে সুপার ফুড সামুদ্রিক শৈবাল (স্পিরুলিনা) চাষ পরিদর্শন করেছেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন মঞ্জু। বিভিন্ন গণমাধ্যমে স্পিরুলিনা চাষের খবর ছড়িয়ে পড়লে নজরে আসে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের।
তারই ধারাবাহিকতায় তিনি রোববার দুপুরে উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে ফুলবাড়ী এগ্রো কোম্পানি ৭ উদ্যোক্তার এ প্রজেক্ট পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওয়াদুদ মিয়া প্রমুখ।