এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- ফুলবাড়ীতে সাড়ে পনের কেজি গাঁজা উদ্ধার ও
একজন মাদক ব্যবসীয়ে কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত এলাকা অভিযান চালিয়ে মো: এরশাদ আলী (৩৫)নামে এক মাদক ব্যবসায়ী কে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গ্রামের নিজ বসত বাড়ির পিছনে খড়ের গাদা থেকে গাঁজা ও মোবাইলসহ ওই মাদক উদ্ধার করেছে
আটককৃত ওই মাদক ব্যবসায়ীর ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।