জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিক রোজিনা ইসলাম কে নির্যাতন কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বারা মানসিক ও শারীরিকভাবে নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা ১১ টায় ফুলবাড়ী উপজেলা গেটে প্রেসক্লাবের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, যুগান্তর উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, এশিয়ান এক্সপ্রেসের জেলা প্রতিনিধি এইচ এম বাবুল প্রমুখ। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিশর্ত মুক্তি ও দোষীদের শাস্তি দাবি করেন।