এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে প্রায় চৌদ্দ কেজি গাঁজাসহ পাঁচ নারী আটক হয়েছেন।
১৯ মার্চ শুক্রবার রাতে ফুলবাড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ব্র্যাক মোড়ে অভিযান চালিয়ে গাঁজা পরিবহন করা কালে ১।মোছাঃ অলেদা বেগম(৫০),২। মোছাঃ খাদিজা বেগম(২৫) ও ৩।মোছাঃবৃষ্টি বেগমের নিজ পেটে ও পায়ে বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা বহনকারী তিন মহিলাকে আটক করে পুলিশ । আসামি ১।মোছাঃ অলেদা বেগম(৫০),২। মোছাঃ খাদিজা বেগম(২৫) ও ৩।মোছাঃবৃষ্টি বেগম কে আটক থানা পুলিশ ।
অপর অভিযানে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ঠাকুরপাঠ এলাকায় ১।মোছাঃ মোমেনা বেগম(৫৫) ও ২।মোছাঃ শাহিনা(২৮) দুই নারী তাদের পায়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় মোট ৮টি ছোট বড় পেটিতে মোট ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা পরিবহন কালে আটক করে থানা পুলিশ ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।