এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ- ২০অক্টোবর মঙ্গলবার কৃষিজ ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন করতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাবিলন এগ্রিসাইন্স লিঃ রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার সকল কৃষিপণ্যের খুচরা ব্যবসায়ীদের নিয়ে কৃষি বিষয়ক আলোচনা করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডঃ আবুতায়েব, বীজ প্রধান ব্যাবিলন এগ্রিসাইন্স লিঃঢাকা। তিনি বলেন, চাষিরা আমাদের সম্পদ। এসময় চাষিদের সকল প্রতিকূলতা কাটিয়ে তুলতে পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের প্রতি দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। চাষিদের হাতে নকল পন্য তুলে দিয়ে কেউ যেন প্রতারিত না করে সেদিকেও খেয়াল রেখে চাষিদের সব সময় সুপরামর্শ দিয়ে উৎপাদনশীল বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি। বিশেষ অতিথিঃ কৃষিবিদ আবু তালহা উৎপাদন বীজ প্রধান ব্যাবিলন এগ্রিসাইন্স লিঃ ঢাকা,কৃষিবিদ ফজলুল হক,উপজেলা কৃষি কর্মকর্তাসহ ব্যাবিলন এগ্রিসাইন্স লিঃউপজেলা পরিবেশক গোলাম রব্বানী, উপজেলার খুচরা ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।