এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– সারাদেশে ন্যায় কুড়িগ্রাম সহ সকল উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় মানববন্ধন,আলোচনা সভা এবং উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা মোছাঃ সোহেলী পারভীন উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার আলী,ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। সালেহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছাঃ সালেহা সরকার। তিনি ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মহান মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম সামছুল হক সরকারের সহধমির্নী।