এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবরী গ্রামে। নিহত শিশুদ্বয়ের মধ্যে ওই গ্রামের মমিনুল হকের ছেলে আল -আমিন ( ১১) ও আজিদুল হকের ছেলে আজিমুল হক (৭)। নিহতরা আপন চাচাতো ভাই।
ওই গ্রামের জিয়াউল হক জিয়া জানান একই গ্রামের আবুবক্কর মিয়ার বাড়ী থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে নিজ জমিতে ইরিবোরো চাষাবাদ করার জন্য সেচ দিয়ে আসছিল । বুধবার ওই সংযোগের তার মাটিতে পড়ে থাকা অবস্থায় খেলতে যান নিহতদ্বয় । এ সময় মাটিতে পড়ে থাকা তারে অসাবধানত বশত তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন দুই ভাই। স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফজিলাতুননেছা বন্যা মৃত ঘোষনা করেন । নিহত আল-আমিন ও আজিমুল হক প্রথম শ্রেনীর বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা জানান বিদ্যুৎস্পৃষ্ট আপন চাচাতো ভাইদ্বয়ের মৃত্যু হয়েছে। থানায় বিষয়টি অবগত করা হয়েছে।বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফাকামাল জানান অবৈধ ভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।