এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক মৃতঃ লতিফের ছেলে আব্দুল মালেক (৪৭)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন আব্দুল মালেক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।