এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা নিরোধ কল্পে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়ের নেতৃত্বে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ ২০২১) সকাল ১১টায় ফুলবাড়ী থানার ২ নং শিমুলবাড়ী ইউনিয়ন বিটের আয়োজনে ইউনিয়নের মিয়াপাড়া বাজারে স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, সাবেক চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, মিয়াপাড়া নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বিএসসি, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ফুলবাড়ী থানার এএসআই মোয়াজ্জেম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য পেশ করেন।